ভার্যা
বানান বিশ্লেষণ : ভ্+আ+র্+য্+আ
উচ্চারণ:
bʰarɟ.ɟa (ভার্‌জ্.জা)
শব্দ-উৎস: সংস্কৃত ভার্যা> বাংলা ভার্যা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ভৃ (পোষণ করা) + য (ণ্যৎ) +আ (টাপ্)
পদ: বিশেষ্য

অর্থ: নৃজাতির স্ত্রীসত্তা যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী।
সমার্থক শব্দাবলি: অওরত,
অওরৎ, অঙ্গন,  আউরত, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনানা, পত্নী, বউ, বধূ, বহু, বামা,  বৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী

ইংরেজি: wife, married woman