|
ক্যালকেরিয়া
Calcarea
প্রাণীজগতের
পরিফেরা
পর্বের একটি শ্রেণি।
১৮৩৬ খ্রিষ্টাব্দে বিজ্ঞান জেমস স্কট বোয়ারব্যাঙ্ক
(James
Scott Bowerbank
১৭৯৭-১৮৭৭ খ্রিষ্টাব্দ)
এই পর্বের নামকরণ করেছিলেন। ল্যাটিন
Calx (চুন) থেকে এই শ্রেণির নামকরণ করা
হয়েছে। এদের দেহে ক্যালসিয়াম ভিত্তিক তন্তু থাকার কারণে এরূপ নামকরণ করা হয়েছিল।
প্রায় পরিফেরার পর্বের প্রায় ১৫০০০ প্রজাতির মধ্যে এই শ্রেণিতে পাওয়া প্রায় ১০০০ এই
প্রজাতি। এদের সকল প্রজাতিই সমুদ্রের লোনা পানিতে বসবাস করে। এরা একাকী বা
দলবদ্ধভাবে বসবাস করে। সমুদ্রজলের ২০০ মিটার (৬০০ ফুট) পর্যন্ত এদের পাওয়া যায়।
কোনো কোনো প্রজাতি প্রায় ৪০০০ মিটার গভীরতায় পাওয়া যায়।
এদের দেহে সুনির্দিষ্ট কলা, কলাতন্ত্র, অঙ্গ এবং অঙ্গতন্ত্র থাকে না। আকারে এরা বেশ
ক্ষুদ্র। দৈ্ঘ্যে সর্বোচ্চ ১০ সেন্টিমিটার (৩.৯ ইঞ্চি) হয়ে থাকে।
প্রজাতিভেদের এদের
দেহের আকার সিলিন্ডার বা ফুলদানীর মতো হয়ে থাকে। এদের দেহে চুন
দিয়ে তৈরি স্পিকিউল তন্তু রয়েছে। প্রজাতিভেদে এই তন্তুর সংখ্যা ১ থেকে চারটি
পর্যন্ত দেখা যায়। এদের
দেহপ্রাচীর দ্বিস্তর বিশিষ্ট। এর বাহিরের স্তরকে বলা হয় পিনাকোডার্ম এবং ভেতরের
স্তর কোয়ানোডার্ম। উভর স্তরের মাঝে থাকে কোষ-বিহীন মেসেনকাইম স্তর। দেহে ফ্লাজেলা
বিশিষ্ট কোষ কোয়ানোসাইট-এর আকার বেশ বড় ।
এরা সকল স্পঞ্জই উভলিঙ্গিক। একই দেহে স্ত্রী ও পুরুষ জননকোষ উৎপন্ন হয়। তবে
প্রজননের সময় এরা প্রজাতির অন্য সদস্যের সাথে মিলিত হয় এবং উভয়ের দেহে নিষেক
সম্পন্ন হয়। এদের প্রজনন হতে পারে- অযৌন প্রজনন বাডিং, ফিউশন এবং গ্যামুউল ধরনের
এবং যৌন প্রজনন গ্যামেটোগনি ধরনের। দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা পুনারায়
উৎপন্ন হয়ে থাকে।
ক্রমবিবর্তনের ধারা
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্রায়োজেনিয়ান
বরফযুগের
শুরু হয়েছিল। এরই ভিতরে
চোয়ানোজোয়া
থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া
শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
জীবরাজ্যে আবির্ভূত হয়
এ্যানিমেলিয়া।
ক্রায়োজেনিয়ান
বরফযুগটি স্থায়ী
হয়েছিল ৬৩
কোটি ৫০ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের
এডিয়াকারান অধিযুগ অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর
সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী
জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটলো। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে
আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি
উপরাজ্য হলো-
কলাতন্ত্রবিহীন
পরিফেরা
এবং কলাতন্ত্র যুক্ত
ইউমেটাজোয়া।
এডিয়াকারান অধিযুগের (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) মাঝামঝি সময়ে পরিফেরা পর্বের প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এই পর্ব থেকে ৬৩.৫-৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ ভিতরে উৎপন্ন হয়েছিল ৫টি শ্রেণির প্রাণিকুল। এগুলো হলো-
সূত্র :