ডেমোস্পঞ্জি
Demosponge

প্রাণীজগতের পরিফেরা পর্বের একটি শ্রেণি। ১৮৮৫ খ্রিষ্টাব্দে বিজ্ঞান Sollas এই পর্বের নামকরণ করেছিলেন। স্পিপিকয়ুল সিলিকা বা স্পঞ্জিন তন্তুজাত পদার্থ দিয়ে কঙ্কালধর্মী তন্তুর দ্বারা গঠিত। এদের স্পিপিকয়ুল ৬ রশ্মিবিশিষ্ট নয়। নালীতন্ত্র লিউকয়েডধর্মী।

এদের
অধিকাংশই প্রজাতিই সমুদ্রের লোনা পানিতে বসবাস করে। একমাত্র স্পোনঞ্জিলিডা বর্গের প্রজাতিসমূহ স্বাদুপানিতে বাস করে।

ক্রমবিবর্তনের ধারা
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ক্রায়োজেনিয়ান বরফযুগের শুরু হয়েছিল। এরই ভিতরে চোয়ানোজোয়া থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে জীবরাজ্যে আবির্ভূত হয়  এ্যানিমেলিয়া

ক্রায়োজেনিয়ান বরফযুগটি স্থায়ী হয়েছিল ৬৩ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের এডিয়াকারান অধিযুগ অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটলো। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি উপরাজ্য হলো- কলাতন্ত্রবিহীন পরিফেরা এবং কলাতন্ত্র যুক্ত ইউমেটাজোয়া

এডিয়াকারান অধিযুগের (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) মাঝামঝি সময়ে পরিফেরা পর্বের প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এই পর্ব থেকে ৬৩.৫-৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ ভিতরে উৎপন্ন হয়েছিল ৫টি শ্রেণির প্রাণিকুল। এগুলো হলো-


সূত্র :