হেক্সাক্টিনেলিডা
Hexactinellida
প্রাণীজগতের
পরিফেরা
পর্বের একটি শ্রেণি।
১৮৭০ খ্রিষ্টাব্দে বিজ্ঞান
Schmidt
এই পর্বের নামকরণ করেছিলেন। এদের দেহ ষড়ভুজীয়
কঙ্কালধর্মী তন্তুর দ্বারা গঠিত। তাই এর এরূপ নামকরণ করা হয়েছে। অনেক সময় এদের বলা
হয় গ্লাস স্পঞ্জ।
এদের সকল প্রজাতিই সমুদ্রের লোনা পানিতে বসবাস করে। এরা একাকী বা দলবদ্ধভাবে বসবাস
করে। সমুদ্রজলের ৪৫০ থেকে ৯০০ মিটার গভীরতায় এদের পাওয়া যায়। এদের কোনো কোনো
প্রজাতি অন্য স্পঞ্জের দেহে বসাবাসের স্থান হিসেবে বেছে নেয়।
এদের দেহে সুনির্দিষ্ট কলা, কলাতন্ত্র, অঙ্গ এবং অঙ্গতন্ত্র থাকে না। আকারে এরা
অরীয় প্রতিসম। প্রজাতি ভেদে এদের দেহ হয়ে থাকে নলাকার বা ফানেলের মতো হয়ে থাকে। তবে
অনেক প্রজাতি কাপ বা গোলাকার হয়। দৈর্ঘে প্রায় এক মিটার পর্যন্ত হয়ে থাকে।
কোনো কোনো প্রজাতির দেহ থেকে আঁকড়ে ধরার মতো অংশ থাকে। দেহপ্রাচীর বেশ নরম দ্বিস্তর
বিশিষ্ট। এর বাহিরের স্তরকে বলা হয় পিনাকোডার্ম এবং ভেতরের স্তর কোয়ানোডার্ম। উভর
স্তরের মাঝে থাকে কোষ-বিহীন মেসেনকাইম স্তর। তবে এপিথিলিয়াম থাকে না। দেহে ফ্লাজেলা
বিশিষ্ট কোষ কোয়ানোসাইট-এর আকার ছোট হয়। এদের
ফ্লাজেলাম প্রকোষ্ঠ ডিম্বাকৃতির।
এরা সকল স্পঞ্জই উভলিঙ্গিক। একই দেহে স্ত্রী ও পুরুষ জননকোষ উৎপন্ন হয়। তবে
প্রজননের সময় এরা প্রজাতির অন্য সদস্যের সাথে মিলিত হয় এবং উভয়ের দেহে নিষেক
সম্পন্ন হয়। এদের প্রজনন হতে পারে- অযৌন প্রজনন বাডিং, ফিউশন এবং গ্যামুউল ধরনের
এবং যৌন প্রজনন গ্যামেটোগনি ধরনের। দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে তা পুনরায়
উৎপন্ন হয়ে থাকে।
ক্রমবিবর্তনের ধারা
৮৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ক্রায়োজেনিয়ান
বরফযুগের
শুরু হয়েছিল। এরই ভিতরে
চোয়ানোজোয়া
থাকের প্রাণিকুল বিভাজিত হয়ে উৎপন্ন হয়েছিল চোয়ানোফ্লাগেল্লাটিয়া
শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহ এবং ৬৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
জীবরাজ্যে আবির্ভূত হয়
এ্যানিমেলিয়া।
ক্রায়োজেনিয়ান
বরফযুগটি স্থায়ী
হয়েছিল ৬৩
কোটি ৫০ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের
এডিয়াকারান অধিযুগ অবধি বিদ্যমান ছিল। সেই তুষারাবৃত শীতল পৃথিবীর
সমুদ্রে জীবজগতে পরিবর্তনের নতুন ধারার সূচনা হয়। অস্তিত্ব রক্ষার জন্য এক কোষী
জীবজগতে বহুকোষী জীবের আবির্ভাব ঘটলো। এদের ভিতরে একটি শ্রেণি বহুকোষের সমন্বয়ে
আবির্ভূত হলেও এদের দেহে কলাতন্ত্রের বিকাশ ঘটেনি। এই সূত্রে সৃষ্টি হয়েছিল দুটি
উপরাজ্য হলো-
কলাতন্ত্রবিহীন
পরিফেরা
এবং কলাতন্ত্র যুক্ত
ইউমেটাজোয়া।
এডিয়াকারান অধিযুগের (৬৩.৫-৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) মাঝামঝি
সময়ে
পরিফেরা পর্বের
প্রাণিকুলের উদ্ভব হয়েছিল। এই পর্ব থেকে
৬৩.৫-৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
ভিতরে উৎপন্ন হয়েছিল ৫টি শ্রেণির
প্রাণিকুল। এগুলো হলো-
-
ক্যালকেরিয়া:
৬৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভূত হয়েছিল।
-
ডেমোস্পঞ্জি: ৬৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভূত হয়েছিল।
-
হোমোস্ক্লেরোমোর্ফা: ৬৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভূত হয়েছিল।
-
হেক্সাক্টিনেলিডা
শ্রেণি: ৫৪.২ থেকে ৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল
-
স্টরোমাটোপোরোডিয়া: ৫৪
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
আবির্ভূত হয়েছিল।
সূত্র :