ফ্যাবালেস
Fabales
জীববিজ্ঞানের প্লান্টি রাজ্যের একটি বর্গ বিশেষ।

ফ্যাবালেস বর্গের উদ্ভিদদের সাধারণ বৈশিষ্ট্য :

ক্রমবিবর্তন
১২ থেকে ১০.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সুপাররোসিডস থাক থেকে উৎপন্ন হয়েছিল দুটি থাক। এগুলো হলো- সাক্সিফ্রাগালেস ও রোসিডস্ থাক।

রোসিডস্ থাক ১১.৫ থেকে ১১ কোটি খ্রিষ্টপূর্বাব্দ মধ্যে আবির্ভূত  রোসিডস্ থেকে বিভাজিত হয়ে ভাইটালেস বর্গ আবির্ভুত হয়েছিল । অবশিষ্ট রোসিডস্ থাক থেকে ৯ থেকে ৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উৎপন্ন হয়েছিল ফ্যাবিডস থাক।

১. মালপিঘিয়ালেস বর্গ: আবির্ভাবকাল   ৯.৫ - ৮ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল। 
২. অক্সালিডালেস বর্গ: আবির্ভাবকাল   ৯ - ৮ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল। 
৩. সেলাসট্রালেস: আবির্ভাবকাল  ৯ - ৮ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল। 
৪. রোসালেস বর্গ: আবির্ভাবকাল   ৮.৯ - ৭ .৫ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল। 
৫. ফাগালেস বর্গ: আবির্ভাবকাল   ৮ .৫ - ৭ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৬. কুকারবিটলেস বর্গ: আবির্ভাবকাল   ৮ .৫ - ৭ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৭. জাইগোফাইলালেস: আবির্ভাবকাল  ৮ - ৬.৫ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৮. ফ্যাবালেস বর্গ: আবির্ভাবকাল   ৭ .৫ - ৬.৫ কোটি  খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।

এই বর্গের উদ্ভিদেরকে মূলত তাদের ফুলের গঠন এবং বীজের বৈশিষ্ট্যের ভিত্তিতে ৪টি পরিবারে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো-