|
ক্রমবিবর্তন
এই বর্গের উদ্ভিদেরকে মূলত তাদের ফুলের গঠন এবং বীজের বৈশিষ্ট্যের ভিত্তিতে ৪টি পরিবারে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো-১. মালপিঘিয়ালেস বর্গ: আবির্ভাবকাল ৯.৫ - ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
২. অক্সালিডালেস বর্গ: আবির্ভাবকাল ৯ - ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৩. সেলাসট্রালেস: আবির্ভাবকাল ৯ - ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৪. রোসালেস বর্গ: আবির্ভাবকাল ৮.৯ - ৭ .৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৫. ফাগালেস বর্গ: আবির্ভাবকাল ৮ .৫ - ৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৬. কুকারবিটলেস বর্গ: আবির্ভাবকাল ৮ .৫ - ৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৭. জাইগোফাইলালেস: আবির্ভাবকাল ৮ - ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।
৮. ফ্যাবালেস বর্গ: আবির্ভাবকাল ৭ .৫ - ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল।