|
প্রাণিজগতের অন্তর্গত একটি উপশ্রেণি বিশেষ। ২০০৪ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Marques & Collins।
এই শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহের অধিকাংশই আকারে ছোটো এবং সাগরে বসবাস করে। এদের বেশ কিছু প্রজাতি দলবদ্ধভাবে থাকে। কিছু প্রজাতি মিঠা পানিতে ও এককভাবে বাস করে। এদের সাথে জেলিফিস এবং প্রবালের কিছু কিছু মিল খুঁজে পাওয়া যায়।
৫৭.৫ থেকে ২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
মেডুসোজোয়া
উপপর্বের আদিম প্রজাতিসমূহ ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-
হাইড্রোজোয়া,
পলিপোডিজোয়া,
স্কাইফোজোয়া,
কিউবোজোয়া ও স্টায়ুরোজোয়া। এদের ভিতরে
হাইড্রোজোয়া
শ্রেণির উদ্ভব হয়েছিল-
গিয়েছিল। এই উপশ্রেণি দুটি হলো- হাইড্রোইডোলিনা ও ট্রকিলিনি।
ক্রমবিবর্তনের ধারায় হাইড্রোইডোলিনা উপশ্রেণির শরীরে প্রচুর পরিমাণ পলিপের যুক্ত
হয়েছিল। ফলে এরা অনেকটা হয়ে উঠেছিল প্রবাল বা জেলিফিসের মতো। কিন্তু এদের
দেহকাঠামোর অন্যান্য অংশ প্রবাল বা জেলিফিসের মতো ছিল না। কালক্রমে এই উপশ্রেণির
আদিম প্রজাতিসমূহ তিনটি বর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই বর্গগুলো হলো-এ্যান্থোয়াথেসেটা,
লেপ্টোথেসেটা ও সিফোনোফোরি।
সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ। প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa
৩.
http://www.earthlife.net/inverts/ctenophora.html