হাইড্রোজোয়া
Hydrozoa  

প্রাণিজগতের  অন্তর্গত একটি  শ্রেণি বিশেষ।
গ্রিক শব্দ Hydra শব্দের অর্থ পানি এবং Zoios অর্থ প্রাণী। এই শ্রেণির কিছু প্রজাতি কেবলমাত্র পলিপ দশাতে জীবন অতিবাহিত করে। ১৮৪৩ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Owen  

এই শ্রেণির অন্তর্গত প্রজাতিসমূহের অধিকাংশই আকারে ছোটো এবং সাগরে বসবাস করে। এদের বেশ কিছু প্রজাতি দলবদ্ধভাবে থাকে। কিছু প্রজাতি মিঠা পানিতে ও এককভাবে বাস করে। এদের সাথে জেলিফিস এবং প্রবালের কিছু কিছু মিল খুঁজে পাওয়া যায়।

৫৭.৫ থেকে ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মেডুসোজোয়া উপপর্বের আদিম প্রজাতিসমূহ ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো- হাইড্রোজোয়া, পোলিপোডিজোয়া, কিউবোজোয়া, স্কাইফোজোয়া স্টায়ুরোজোয়া। এদের ভিতরে হাইড্রোজোয়া শ্রেণির উদ্ভব হয়েছিল- ৫৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। পরে এই শ্রেণিটি দুটি উপশ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপশ্রেণি দুটি হলো- হাইড্রোইলিনা ও ট্রকিলিনি।


সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa
৩. http://www.earthlife.net/inverts/ctenophora.html