পোলিপোডিজোয়া
Polypodiozoa  

প্রাণিজগতের  অন্তর্গত একটি  শ্রেণি বিশেষ। ১৯৯৪ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Raikova  

৫৭.৫ থেকে ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মেডুসোজোয়া উপপর্বের আদিম প্রজাতিসমূহ ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-হাইড্রোজোয়া, পলিপোডিজোয়া, কিউবোজোয়া, স্কাইফোজোয়া স্টায়ুরোজোয়া। এদের ভিতরে পোলিপোডিজোয়া শ্রেণির উদ্ভব হয়েছিল- ৫৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই শ্রেণির আদিম প্রজাতিসমূহ বিরতনের মাধ্যমে পোলিপোডিডিয়া (Polypodiidea) বর্গের পরিণত হয়েছিল। ১৯১৪ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন Poche

পরে পোলিপোডিডিয়া বর্গ থেকে উৎপন্ন হয়েছিল পোলিপোডিডি
(Polypodiidae) গোত্রের আদিম প্রজাতিসমূহ।  ১৯১৪ খ্রিষ্টাব্দে এই গোত্রের নামকরণ করেছিলেন Poche। এই গোত্রের একমাত্র গণ হলো- পোলিপোডিয়াম (Polypodium)।  ১৮৮৫ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন Ussov। এই গণের পরজীবী প্রজাতিটি হলো-Polypodium hydriforme