|
প্রাণিজগতের অন্তর্গত একটি শ্রেণি বিশেষ। ১৯৭৩ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Werner। এই শ্রেণির প্রজাতিসমূহের আকার অনেকট cube (ঘনবস্তু)-এর মতো। তাই এই শ্রেণিকে কিউবোজোয়া রাখা হয়েছিল। এই শ্রেণির প্রজাতিগুলোকে সাধারণ ভাবে বক্স জেলিফিস (Box jellyfish) বলা হয়। কারণ এই শ্রেণির কিছু প্রজাতিকে বাক্সের মতো মনে হয়।
৫৭.৫ থেকে ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
মেডুসোজোয়া
উপপর্বের আদিম প্রজাতিসমূহ ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-হাইড্রোজোয়া,
পোলিপোডিজোয়া,
কিউবোজোয়া,
স্কাইফোজোয়া
ও
স্টায়ুরোজোয়া। এদের ভিতরে
কিউবোজোয়া
শ্রেণির উদ্ভব হয়েছিল-
৫৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
পরবর্তী সময়ে বক্স জেলিফিস নামে
পরিচিত এই শ্রেণিটি দুটি বর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই বর্গ দুটি হলো- ক্যারিবডেইয়া
ও চিরপড্রোপিডা। এই বর্গ দুটি থেকে মূলত সকল বক্স জেলিফিসের উদ্ভব হয়েছিল।