স্কাইফোজোয়া
Scyphozoa  

প্রাণিজগতের  অন্তর্গত একটি  শ্রেণি বিশেষ। ১৮৮৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন জার্মান বিজ্ঞানী Götte গ্রিক শব্দ Skyphos শব্দের অর্থ পেয়ালা এবং Zoios অর্থ প্রাণী।

এই শ্রেণির প্রজাতিসমূহকে প্রকৃত জেলিফিস (true jellyfish) বলা হয়। এদের জীবনচক্রে মেডুসাদশাই প্রধান, পলিপ দশা অনুপস্থিত বা স্বল্পস্থায়ী। মেডুসা দশায় দেহ ঘণ্টা অথবা ছাতা আকৃতিতে থাকে।

৫৭.৫ থেকে ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মেডুসোজোয়া উপপর্বের আদিম প্রজাতিসমূহ ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-হাইড্রোজোয়া, পোলিপোডিজোয়া, কিউবোজোয়া, স্কাইফোজোয়া স্টায়ুরোজোয়া।এদের ভিতরে স্কাইফোজোয়া শ্রেণির উদ্ভব হয়েছিল- ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।

পরবর্তী সময়ে স্কাইফোজোয়া শ্রেণিটি নানাভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। নিচের এর বিভাজনগুলোর ছক তুলে ধরা হলো।

Scyphozoa  শ্রেণি