মেডুসোজোয়া
Medusozoa  

প্রাণিজগতের  অন্তর্গত একটি  উপপর্ব বিশেষ।

৬০.৫-৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে  প্যারাহোক্সোজোয় নামক থাকের প্রজাতিগুলো ৩টি পর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই পর্বগুলো হলো-নিডারিয়া পর্ব, বিলাটেরিয়া থাক ও প্লাকোজোয়া পর্ব। এদের ভিতরে নিডারিয়া পর্বের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল ৫৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে৫৮ থেকে ৫৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্ব তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই  ভাগগুলো হলো- এ্যান্থোজোয়া শ্রেণি, মিক্সোজোয়া শ্রেণি ও মেডুসোজোয়া উপপর্ব।

৫৭.৫ থেকে ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে মেডুয়াজোয়া ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-