এ্যান্থোজোয়া
Anthozoa  

প্রাণিজগতের অন্তর্গত একটি শ্রেণি বিশেষ ১৮৩৪ খ্রিষ্টাব্দে জার্মান বিজ্ঞানী Ehrenberg এই শ্রেণির নামকরণ করেছিলেন। এদেরকে প্রবালের আদিম প্রজাতিগত নমুনা হিসেবে বিবেচনা করা হয়।

গ্রিক শব্দ
Anthos শব্দের অর্থ  ফুল এবং এবং Zoios অর্থ প্রাণী। এদের জীবনচক্রে কেবলমাত্র পলিপ দশা উপস্থিত। মেডুসা দশা অনুপস্থিত। এরা একাকী অথবা দলবদ্ধভাবে বাস করে। এদের সকল প্রজাতিই সামুদ্রিক। এদের উল্লেখযোগ্য প্রজাতি হলো- Metridium senil, Gorgoni verrucosa

৬০.৫-৫৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে  প্যারাহোক্সোজোয়া থাকের প্রজাতিগুলো ৩টি পর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই পর্বগুলো হলো-নিডারিয়া পর্ব, বিলাটেরিয়া থাক ও প্লাকোজোয়া পর্ব।

নিডারিয়া পর্বের আবির্ভাবকাল ছিল ৫৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই পর্ব থেকে পর্বর্তী সময়ে আবির্ভুত হয়েছিল তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো- এ্যান্থোজোয়া, মেডুসিজোয়া ও মিক্সোজোয়া। এর ভিতরে এ্যান্থোজোয়া শ্রেণির উদ্ভব হয়েছিল ৫৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। পরে এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল তিনটি উপশ্রেণির প্রজাতিসমূহ। এই উপশ্রেণিগুলো হলো-


সূত্র :
১. বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ।
প্রথম খণ্ড।
২.
http://en.wikipedia.org/wiki/Eumetazoa
৩. http://www.earthlife.net/inverts/ctenophora.html