হেক্সাকোরাল্লিয়া
Hexacorallia  

প্রাণিজগতের অন্তর্গত একটি উপশ্রেণি  বিশেষ এদেরকে প্রবালের আদিম প্রজাতির একটি শ্রেণি হিসেবে বিবেচনা করা হয়। এরা দলবদ্ধভাবে বাস করে। এদের পলিপগুলো ৬টি স্তরে বিন্যস্ত থাকে বলে এর নামকরণ করা হয়েছে। এই উপশ্রেণির ভিতরে রয়েছে পাথুরে প্রবাল। এদের দেহকঙ্কালে রয়েছে কঠিন ক্যালসিয়াম কার্বনেটের উপাদান। এদের দ্বারাই সাগর তলে প্রবাল প্রাচীর উৎপন্ন হয়।

৫২.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এ্যান্থোজোয়া পর্ব থেকে এই উপশ্রেণির প্রবালের উদ্ভব হয়েছিল। পরে এই উপশ্রেণি থেকে উদ্ভব হয়েছিল- প্রধান তিনটি বর্গের আদিম প্রজাতিসমূহ। এই বর্গগুলো হলো-