|
প্রাণিজগতের অন্তর্গত একটি শ্রেণি বিশেষ। ২০০৪ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Marques & Collins। এই শ্রেণির প্রজাতিসমূহ ছিল জেলিফিসের মতো। এদের দেহে খোলসের মতো আবরণ ছিল। এদের দৈর্ঘ্য ছিল ১-৪ সেন্টিমিটার।
৫৭.৫ থেকে ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
মেডুসোজোয়া
উপপর্বের আদিম প্রজাতিসমূহ ৫টি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণিগুলো হলো-হাইড্রোজোয়া,
পোলিপোডিজোয়া,
কিউবোজোয়া,
স্কাইফোজোয়া
ও স্টায়ুরোজোয়া। এদের ভিতরে ৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে উদ্ভব হয়েছিল
স্টায়ুরোজোয়া শ্রেণির আদিম প্রজাতিসমূহ।