দেবাংশ
বানান বিশ্লেষণ : দ্+এ+ব্+আ+ং+শ+অ।
উচ্চারণ:
d̪e.baŋ.ʃo. (দে.বাঙ্.শো)
শব্দ-উৎস: সংস্কৃত দেব+অংশ> বাংলা দেবাংশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {দেবাংশ | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: দৈবসত্তার নানাবিধি ভাগের একটি হলো দেবাংশ। সনাতন হিন্দু ধরমের পৌরাণিক কাহিনিতে দেখা যায়, দেবতারা মানুষ বা অন্য প্রাণীরূপে মরত্লোকে জন্মগ্রহণ করেছেন। দেবতার অংশ হিসেবে এদের চিহ্নিত করা হয়েছে দেবাংশ। যেমন অবতার- বিষ্ণুর অংশ, অর্জুন ইন্দ্রের অংশ।

সমার্থক শব্দাবলি:  
ইংরেজি:
part of deity, part of god
সূত্র: