ঊর্ধ্বক্রমবাচকতা
{
ক্ষত্রিয় |
হিন্দু
পৌরাণিক মানব
|
হিন্দু
পৌরাণিক সত্তা
|
ভারতীয় পৌরাণিক সত্তা |
পৌরাণিক সত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা
|
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
প্রাগ্জ্যোতিষপুরের
রাজা নরকাসুরের পুত্র।
যুধিষ্ঠিরের
রাজসূয় যজ্ঞে পাণ্ডবদের আধিপত্য অমান্য করলে,
অর্জুনের
সাথে এঁর যুদ্ধ হয়।
এই যুদ্ধে ইনি পরাজিত হন এবং কর প্রদান করে পাণ্ডবদের বশ্যতা স্বীকার করে নেন।
কুরুক্ষেত্রের
যুদ্ধে
তিনি কৌরবপক্ষে যোগ দেন।
যুদ্ধের দ্বাদশ দিনে
অর্জুনকে হত্যা করবার জন্য পিতৃদত্ত অমোঘ বৈষ্ণাবাস্ত্র
প্রয়োগ করেন।
কৃষ্ণ
সেই অস্ত্র নিজের বক্ষে গ্রহণ করাতে তা বৈজয়ন্তীমালা হয়ে তাঁর বক্ষলগ্ন
হয়।
এরপর
অর্জুন তাঁকে অর্ধচন্দ্র বাণে হত্যা করেন।