অকৃষ্ণাঙ্গ
বানান্ বিশ্লেষণ:অ- ক্+ঋ+ষ্+ণ+আ+ঙ্+গ+অ
উচ্চারণ:
ɔ.kriʃ.naŋ.go (অ.কৃশ্‌.নাঙ্.গো)
শব্দ-উৎস: সংস্কৃত অকৃষ্ণাঙ্গ> বাংলা অকৃষ্ণাঙ্গ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
১.  ঊর্ধ্বক্রমবাচকতা {  | দেহ | প্রাকৃতিক লক্ষ্যবস্তু  | এককঅংশ  | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: কৃষ্ণ (কালো) বর্ণের অঙ্গ নয় এমন। কালো ভিন্ন অন্য বর্ণের দেহ।
বিপরীতার্থক শব্দ: ২. ঊর্ধ্বক্রমবাচকতা { | পুরুষ | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: আফ্রিকা মহাদেশ থেকে আগত নেগ্রিটো জাতিসত্তার মানুষ ব্যতীত অন্যান্য যে কোন জাতিসত্তার মানুষ।
বিপরীতার্থক শব্দ: