আলাপ
বানান বিশ্লেষণ: আ+ল্+আ+প্+অ
উচ্চারণ: a.lap
(আ.লাপ্)
শব্দ-উৎস:
সংস্কৃত আলাপ>
বাংলা আলাপ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-
√
লপ্ (কথন)+
অ (ঘঞ্),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
ভাষা যোগাযোগ |
শ্রবণ যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা|
সত্তা |}
অর্থ:
ভাষার দ্বারা যোগাযোগ করার সাধারণ প্রক্রিয়া। এই শব্দের ক্রিয়ামূল 'লপ্' কথন
ভাবকে প্রকাশ করে। কিন্তু এর আগে 'আ' উপসর্গ কথনের বিস্তার ঘটায়। ফলে আলাপ
শব্দটির অর্থ দাঁড়ায় বিস্তারিতভাবে কথা বলা। ব্যবহারিক ক্ষেত্রে আলাপ শব্দটি
ব্যবহৃত হয়, বিস্তারিতভাবে কথোপকথন। তাই আলাপের জন্য দুই বা ততোধিক ব্যক্তির
প্রয়োজন হয়।
সমার্থক শব্দাবলি: আলাপ, কথোপকথন।
ইংরেজি:
conversation
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
দশা |
অবস্থা |
সত্তাগুণ |
বিমূর্তন|
বিমূর্ত-সত্তা।
সত্তা|}
অর্থ: দুই বা ততোধিক মানুষ, দল,
জাতি, দেশ ইত্যাদির ভিতরে গড়ে উঠা পারস্পরিক সম্পর্কের দশা। এই দশার দ্বারা
পরস্পরের সাথে পরস্পরে পরিচয় ঘটে বা জানশোনা হয়।
সমার্থক শব্দাবলি: আলাপ, জানশোনা, পরিচয়।
ইংরেজি:
acquaintance, acquaintanceship
৩. ঊর্ধ্বক্রমবাচকতা
{|
রাগ |
সুরাঙ্গ |
সুরশৈলী |
ক্ষুদ্রসুর |
সুর |
স্বরবিন্যাস |
স্বর |
সঙ্গীতোপযোগী শব্দ |
শ্রবণ যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা
সত্তা |}
অর্থ:
রাগসঙ্গীতের শিল্পীরা রাগকে কয়েকটি ভাগে পরিবেশন করে থাকেন। তার একটি ভাগ হলো
আলাপ।
[বিস্তারিত:
আলাপ
সঙ্গীত)]
ইংরেজি:
alap