বাহ
বানান বিশ্লেষণ: ব্+আ+হ্+অ
উচ্চারণ:
ba.ɦo (বা.হো)
শব্দ-উৎস: সংস্কৃত বাহ> বাংলা বাহ।

১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বহ্ (বহন করা) + অ (অণ্) +, কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {মনুষ্যবাহিত বাহন | বাহন | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ:
১. মালামাল বা মানুষ যা দ্বারা বহন করা হয়। এই অর্থে হাতি, ঘোড়া, পাল্কি, বাস, ট্রেন ইত্যাদি যে কোন সত্তা হতে পারে। 
সমার্থক শব্দাবলি:
বাহ, বাহক, বাহন।
 ২. কোনো কোনো বাহন নিজ শক্তিতে চলতে পারে না। এর জন্য ভিন্নতর সচলবাহন বা শক্তি ব্যবহার করা হয়। যেমন অশ্ববাহন। পাল্কি, গরু ছাড়া শুধু গাড়ি, ইঞ্জিন ছাড়া শুধু মানুষ বা মালাবহনের জন্য ব্যবহৃত অংশ। যেমন −রেলগাড়ি। বাস, ট্রাক, জাহাজের ক্ষেত্রে ইঞ্জিনসহ পুরুটুকই বাহন হিসেবে ব্যবহৃত হয়।
সমার্থক শব্দাবলি: গাড়ি, বাহন,রথ, যান
অর্থ: ভারবহনকারী প্রাণী। এই অর্থে যে কোন ভারবহনকারী প্রাণীই বাহ। যেমন-