ঘোটক
বানান বিশ্লেষণ: ঘ্+ও+ট্+অ+ক্+অ
উচ্চারণ:
gʰo.ʈok (ঘো.টোক্)
শব্দ-উৎস: সংস্কৃত ঘোটক> বাংলা ঘোটক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
ঘুট্ (প্রত্যাগমন) + অক (ণ্বুল) কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ইকুইনঅসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী| খুরযুক্ত স্তন্যপায়ী| অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
স্ত্রীলিঙ্গ: ঘোটকী
অর্থ:
যে প্রত্যাগমন করে।
সমার্থক শব্দাবলি: অশ্ব, ঘোটক, ঘোড়া, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, বাজি, বাহ, সপ্তি, হ্য়, হ্রেষী
ইংরেজি:
horse
বৈজ্ঞানিক নাম:
Equus caballus            [দেখুন: অশ্ব [প্রাণীবিদ্যা]
সূত্র: