হয়
বানান বিশ্লেষণ: হ্+অ+য়্+অ
উচ্চারণ:
ɦɔĕ (হয়্)
শব্দ-উৎস: সংস্কৃত হয়> বাংলা হয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হয়্ (গমন করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ইকুইনঅসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী| খুরযুক্ত স্তন্যপায়ী| অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
স্ত্রীলিঙ্গ: হয়ী
অর্থ:
যে গমন করে, এই অর্থে 'হয়'। স্ত্রী-ঘোড়া
সমার্থক শব্দাবলি: অশ্ব, ঘোটক, ঘোড়া, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, বাজি, বাহ,  হ্রেষী।
 

সূত্র:
  • বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
  • বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
  • ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
  • শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
  • সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।  
  • সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।