অশ্ব
বানান বিশ্লেষণ: অ+শ্+ব্+অ
উচ্চারণ:
ɔ.ʃ.ʃo (অশ্.শো)
শব্দ-উৎস: সংস্কৃত অশ্ব> বাংলা অশ্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অশ্ (ব্যাপ্ত হওয়া) + ব (ক্বন), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {ইকুইনঅসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী| খুরযুক্ত স্তন্যপায়ী| অমরাযুক্ত স্তন্যপায়ী | স্তন্যপায়ী | মেরুদণ্ডী | কর্ডেট | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যে পথ ব্যপ্ত করে যা সেনায় সমবেত হয়, এই অর্থে সপ্তি অর্থ ঘোড়া। ধারণা করা হয়, পৌরাণিক যুগে অশ্বারোহী সৈন্য বা অশ্ববাহিত রথের সূত্রের ঘোড়ার নাম সপ্তি হয়ে হয়েছিল।
স্ত্রীলিঙ্গ: অশ্বী
সমার্থক শব্দাবলি: অশ্ব, ঘোটক, ঘোড়া, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, বাজি, বাহ, সপ্তি, হ্য়, হ্রেষী

ইংরেজি:
horse
বৈজ্ঞানিক নাম:
Equus caballus            [দেখুন: অশ্ব [প্রাণীবিদ্যা]

যুক্তশব্দ:
পদ: বিশেষ্য
অর্থ: হিন্দু ধর্মশাস্ত্রের কামসূত্রমতে- লিঙ্গের আকার অনুসারে তিন প্রকার নায়কের ভিতর একটি প্রকার। অশ্ব প্রকৃতির নায়কের লিঙ্গ হয়ে থাকে ১২ আঙ্গুল পরিমিত। এর চওড়াও কমবেশি একই রকম হবে। 
[কামসূত্র: সাম্প্রয়োগিকনামকং ষষ্ঠমধিকরণম্। প্রথমোহধ্যায়ঃ।]২।]

উল্লেখ্য, অশ্বের উপযুক্তা নায়িকা হবে হস্তিনী প্রকৃতির।
সূত্র: