দনু
বানান বিশ্লেষণ: দ্+অ+ন্+উ
উচ্চারণ:
d̪o.nu (দো.নু)
শব্দ-উৎস: সংস্কৃত  দনু> বাংলা দনু
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু বৈদিক ও পৌরাণিক চরিত্র।  [বিস্তারিত: দনু  বিশ্বকোষ] 

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | সময়-একক | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ:
বায়ু পুরাণে [৫০.১৮৬] সময় গণনার একক হিসেবে 'দনু' উল্লেখ করা হয়েছে। এই গণনায় বলা হয়েছে ৩০ দিনে এক সৌর মাস। আর দুই মাসে (৬০ দিন)  হয় এক দনু।


সূত্র: