হংসী
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+ঈ
উচ্চারণ:
ɦoŋ.ʃi (হোঙ্.শি)
শব্দ-উৎস: সংস্কৃত হংসী> বাংলা হংসী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হন্ (হত্যা করা) + অ (অচ্), স আগম। কর্তৃবাচ্য + ঈ (ঙীষ)
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {জলচর পাখি | পাখি | মেরুদণ্ডী| কর্ডেট  | প্রাণী | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: এই জাতীয় পাখি মিষ্টি বা লবণাক্ত পানিতে সাঁতার কাটে। এদের পায়ের আঙুলগুলো পর্দা দ্বারা যুক্ত থাকে। এর ফলে এরা সহজেই জলে সাঁতার কাটতে পারে।

সমার্থক শব্দাবলি:
হংসিকা, হংসী
বিপরীতার্থক শব্দ: হংস (পুংলিঙ্গে)

সূত্র: