ককুদ
বানান বিশ্লেষণ: ক্+অ+ক্+উ+দ্+অ
উচ্চারণ: [কো.কুদ্] [
ko.kud̪]
শব্দ-উৎস: সংস্কৃত ককুদ> বাংলা ককুদ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { প্রাকৃতিক উত্থান | ভূ-স্তরসমষ্টি | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: যা পৃথিবীর কোনো অংশে প্রাকৃতিক উত্থান হিসাবে বিরাজ করে, তার শীর্ষস্থান। এই অর্থে পর্বতশৃঙ্গ।

২. বিশেষ্য ঊর্ধ্বক্রমবাচকতা {দেহাংশ| খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: ষাঁড়ের কাঁধের উপর অবস্থিত উন্নত মাংসপিণ্ড।
সমার্থক শব্দাবলি: অংশকূট, অংসকূট, ককুদ,ষাঁড়ের ঝুটি।
ইংরেজি:
acromion, hump on the shoulder of a bull.
 

সূত্র :