প্রাণী
বানান
বিশ্লেষণ:
প্+র্+আ+ণ্+ঈ।
যুক্তশব্দের পূর্বপদে প্রাণী বানান প্রাণি হয়।
উচ্চারণ:
pra.ni
(প্রা.নি)
শব্দ-উৎস:
সংস্কৃত
প্রাণী>বাংলা
প্রাণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্রাণ {প্র-√অন্
(বাঁচা)
+অ
(ঘঞ্),
ভাববাচ্য}
+
ইন্ (ইনি)
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
প্রাণী |
জীবসত্তা
|
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক
সত্তা |
সত্তা | }
অর্থ: যা
প্রকৃষ্ট রূপে বেঁচে থাকে, তাই প্রাণী। জীববিজ্ঞানে প্রাণী একটি বিশেষ অর্থ বহন
করে।
জীববিজ্ঞানে কিছু প্রধান বৈশিষ্ট্য বিচার করে প্রাণীকে পৃথকভাবে বিবেচনা করা হয়।
জীববিজ্ঞানে প্রাণী হলো জীবজগতের এমন কিছু জীব, যারা বহুকোষী, নির্দিষ্ট আকার আছে,
দেহে বিভিন্ন ধরনের অঙ্গ বা তন্ত্র থাকে। এর নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে
না। এরা মুক্তভাবে চলাচল করতে পারে। দেহকোষে সেলুলোজে কোষ প্রাচীর নেই। অর্থাৎ
কোষপ্রাচীর জড়ধর্মী নয়।
প্রাণী মাত্রেই জটিল খাদ্যগ্রহণ করে। খাদ্যের উৎসরে বিচারে, এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এদের খাদ্য বিপাকে অক্সিজেনের প্রয়োজন হয়। বিপাকের পরে এরা কার্বন-ডাই-অক্সাইড, পানি, নাইট্রোজেন-যুক্ত জটিল বর্জ্য পদার্থ ত্যাগ করে। অধিকাংশ প্রাণীর স্নায়ুতন্ত্র থাকে এবং উত্তেজনায় দ্রুত সাড়া দেয়।
জীবজগতের প্রাণীদের নিয়ে পৃথক শ্রেণি বা জগৎ তৈরি করা হয়েছে, তা প্রাণিজগৎ (Animal Kingdom) নামে অভিহিত হয়ে থাকে। জীবজগতের এই জীবগুলোকে অন্যান্য জগতের (মোনেরা, প্রোটিস্টা, ছত্রাক এবং উদ্ভিদ) জীব থেকে পৃথকভাবে বিবেচনা করা হয়।
ইংরেজি:
animal, animate being, beast, brute, creature,
fauna।
যুক্তপদ:
পূর্বপদ: উত্তরপদে প্রাণী শব্দ প্রাণি হয়ে যায়। প্রাণিতত্ত্ব, প্রাণিবিজ্ঞান।