সঙ্গীত
ভিন্ন বানান সংগীত
বানান বিশ্লেষণ: স+অ+ঙ্+গ্+ঈ+ত্+অ
উচ্চারণ :
ʃoŋ.git̪ (শোঙ্.গিত্)
শব্দ-উৎস: সংস্কৃত সঙ্গীত> বাংলা সঙ্গীত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সম্-
গৈ (গীত করা) + ত (ক্ত) কর্মবাচ্য
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {|সঙ্গীত| নির্দিষ্ট কার্যকলাপ| মনুষ্য কার্যকলাপ| বিশেষ ঘটনা| মনস্তাত্ত্বিক ঘটনাবিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা|}
অর্থ:
সুমধুর ধ্বনির নান্দনিক উপস্থাপনায় সৃষ্ট শৈল্পিক রূপ। গীত, বাদ্য ও নৃত্যের সমন্বিত কার্যক্রমকে বলা হয় সঙ্গীত।
সমার্থক শব্দাবলি:  সংগীত, সঙ্গীত
ইংরেজি:
music

২.ঊর্ধ্বক্রমবাচকতা { | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: মানব কণ্ঠ দ্বারা সৃষ্ট সঙ্গীতোপযোগী ধ্বনির সুসমন্বিত রূপ।
সমার্থক শব্দাবলি: গান, গীত, সঙ্গীত।
ইংরেজি:
song,  vocal
[বিস্তারিত: সঙ্গীত বিশ্বকোষ]
সূত্র :
  • চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
  • বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
  • বিশ্বকোষ, দ্বাবিংশ খণ্ড। নগেন্দ্রনাথ বসু সঙ্কলিত। ১৩১৮
  • বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
  • বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
  • বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭।
  • ভারতীয় সঙ্গীতকোষ। বিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ, বৈশাখ ১৩৭২।
  • শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
  • শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। 
  • সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
  • সরল বাঙ্গালা অভিধান সুবলচন্দ্র মিত্র।
  • wordnet 2.1