|
প্রাণিজগতের অন্তর্গত একটি উপবর্গ বিশেষ। ২০০৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Collins, Winkelman, Hadrys & Schierwater।
ক্রমবিবর্তনের ধারায় হাইড্রোইডোলিনা উপশ্রেণির শরীরে প্রচুর পরিমাণ পলিপের যুক্ত
হয়েছিল। ফলে এরা অনেকটা হয়ে উঠেছিল প্রবাল বা জেলিফিসের মতো। কিন্তু এদের
দেহকাঠামোর অন্যান্য অংশ প্রবাল বা জেলিফিসের মতো ছিল না। ৫৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে এই উপশ্রেণির
আদিম প্রজাতিসমূহ তিনটি বর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই বর্গগুলো হলো-এ্যান্থোয়াথেসেটা,
লেপ্টোথেসেটা ও সিফোনোফোরি।
এ্যান্থোয়াথেসেটা বর্গটি থেকে সামুদ্রিক এবং মিঠা পানির আদিম প্রজাতিসমূহের উদ্ভব
হয়েছিল। এই বর্গ থেকে উদ্ভব হয়েছিল তিনটি উপবর্গের আদিম প্রজাতিসমূহ। এই উপবর্গগুলো
হলো- আপ্লানুলাটা, ক্যাপিটাটা ও ফিলিফেরা।
এই উপবর্গ থেকে উদ্ভব হয়েছিল হাইড্রিডি গোত্রের আদিম প্রজাতিসমূহ। পরে হাইড্রিডি
গোত্র থেকে উদ্ভব হয়েছিল হাইড্রা গণের প্রজাতিসমূহ।