বাংলাদেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠী
বাংলাদেশের ক্ষুদ্রনৃগোষ্ঠীর অধিকাংশ বাস করে পার্বত্য এলাকায়। কিছু রয়েছে
উত্তরবঙ্গের সমতলভূমিতে এবং দক্ষিণাঞ্চলে। এসকল ক্ষুদ্র জাতির মানুষকে নৃতাত্ত্বিক
বৈশিষ্ট্যের বিচারে ২টি জাতি সত্তার অন্তর্গত। এই দুটি জাত সত্তা হলো কিছু ক্ষুদ্র
গোষ্ঠী
মোঙ্গলীয় এবং
প্রোটো-অস্ট্রালয়েড।
নেগ্রিটোরা ছিল ভারতবর্ষের প্রকৃত আদিবাসী।
প্রোটো-অস্ট্রালয়েড-রা এই জাতি গোষ্ঠীকে বিতারিত করে বা এদের
সাথে মিলে তৈরি করেছিল একটি মিশ্র জাতি সত্তা। বর্তমানে ভারতবর্ষে যে সকল
জনগোষ্ঠীকে প্রোটো-অস্ট্রালয়েড-দের
উত্তর-পুরুষ বলা হয়, তারা কতটুকু নির্ভেজাল, তা নিয়ে সন্দেহ আছে।
বাংলাদেশের
প্রোটো-অস্ট্রালয়েড
জাতিসত্তার অন্তর্গত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা হলো−
মোঙ্গলীয়
জাতিসত্তার অন্তর্গত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা হলো
−
মিশ্র জাতিসত্তার অন্তর্গত নৃগোষ্ঠী
সূত্র :
ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।
http://www.banglapedia.org/HTB/102800.htm