শুদ্ধকৌশিক
ভিন্ন নাম: কৌশিক
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
চোক্ষরাগের
অন্তর্ভুক্ত রাগ বিশেষ। এই রাগটি উদ্ভব হয়েছিল মধ্যম গ্রাম থেকে।
৫০০ খ্রিষ্টাব্দের দিকে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে বলা হয়েছে-
কৈশিকী ও
কার্মারবী জাতির সংমিশ্রণ সৃষ্টি হয়েছিল।
ধারণা করা হয়, খ্রিষ্টীয় ৪০০ থেকে ৫০০
অব্দের ভিতরে এই রাগের উদ্ভব হয়েছিল।
গ্রাম:
মধ্যম গ্রাম
জাতি: কৌশিকী
ও কার্মারবী জাতি থেকে উৎপন্ন
আরোহণ: স র গ ম প ধ ন (কাকলী) র্স
অবরোহণ: র্স ন (কাকলী) ধ প ম গ (অন্তর) র স
জাতি:সম্পূর্ণ
অংশস্বর
/বাদীস্বর:
তার ষড়্জ
সমবাদী স্বর:
ষড়্জ
অনুবাদী স্বর
ঋষভ ও পঞ্চম
গ্রহস্বর:
তার ষড়্জ।
ন্যাস স্বর: পঞ্চম
অলঙ্কার: প্রসন্নান্ত
রস: বীর ও রৌদ্র
তাল:
চচ্চৎপুট
মার্গ: চিত্র, বার্তিক ও দক্ষিণ
প্রয়োগ: ধ্রুবা গান। নাটকের নির্বহণ সন্ধি
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র।
সংস্কৃত পুস্তক ভাণ্ডার। ১৯৯২। অধ্যায়: রাগ। পৃষ্ঠা:
১৪৩-১৪৪
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। অনুবাদ: সুরেশচন্দ্র
বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা। ২২ শ্রাবণ ১৪০৮।