অউম
বানান বিশ্লেষণ : অ+উ+ম্+অ
উচ্চারণ : o.um  (.উম্)
শব্দ-উৎস : সংস্কৃত
ওম্>বাংলা অউম
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {| শব্দ | শব্দ লক্ষণগুণ | লক্ষণগুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: হিন্দু মতে, অ-উ-ম এই তিনটি মূল ধ্বনির সমন্বয়ে প্রণবের উৎপত্তি এখানে অ, উ, ম হলো তিনটি বীজ ধ্বনি। এই তিনটি ধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় ওঁ। যোগীদের মতে, ধ্যানে একাগ্রতা আনার জন্য ওঁ-এর উচ্চারণের পূর্বে অ-কারের উচ্চারণ করা হয় ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব এই তিন জনের গুণবাচক ধ্বনি-প্রতীকএর প্রতীক পাশে দেখানো হলো।
 

.ঊর্ধ্বক্রমবাচকতা { | প্রতীকী কায়া | কায়া | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
কাশীতে এই নামে রক্ষিত শিবলিঙ্গ বিশেষ শিবের (
মহাদেব) প্রতীকরূপে এই শিবলিঙ্গকে পূজা করা হয়।


সূত্র :