(অ.দন্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
অদন্ত
বাংলা
অদন্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অ (নাই) দন্ত যাহার/
নঞ্ বহুব্রীহি সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{হিন্দু দেবতা
|
হিন্দু দৈবসত্তা |
দৈবসত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
অর্থ:
হিন্দু পৌরাণিক গ্রন্থ
কালিকা
পুরাণ মতে–
দক্ষ
মহামায়াকে
[দুর্গা]
কন্যারূপে পাওয়ার
জন্য কঠোর তপস্যা করেন।
দক্ষের
তপস্যায় সন্তুষ্ট হয়ে মহামায়া
দক্ষকে
বলেন, –তিনি
অবিলম্বে তাঁর (দক্ষের) পত্নীর গর্ভে তাঁর কন্যারূপ জন্মগ্রহণ করবেন এবং
মহাদেব-এর
স্ত্রী হবেন।
তবে
তাঁকে
(দুর্গাকে)
যথাযথ সমাদর না
করলে তিনি দেহত্যাগ
করবেন।
এরপর
দক্ষ
অসিক্লী-কে
বিবাহ করেন।
বীরিণী'র
গর্ভে মহামায়া জন্মগ্রহণ করেন।
দক্ষ
এঁর
নাম রাখেন সতী।
সতী যৌবনে পদার্পণ করলে,
মহাদেব-এর
সাথে তাঁর বিবাহ হয়।
কিন্তু মহাদেব দক্ষকে যথোচিত সম্মান প্রদর্শন না করায় ইনি
ক্রমে ক্রমে মহাদেবের প্রতি বিরূপ হয়ে উঠেন।
বিবাহের এক বৎসর পর,
দক্ষ এক মহাযজ্ঞের
আয়োজন
করেন।
এই যজ্ঞে দক্ষ মহাদেব ও সতী কাউকেই নিমন্ত্রণ করলেন না।
সতী নারদের মুখে এই যজ্ঞের কথা জানতে পেরে, মহাদেবের বাধা
সত্বেও যজ্ঞে উপস্থিত হন। কিন্তু যজ্ঞস্থলে দক্ষ মহাদেবের নিন্দা করলে– সতী পতি
নিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন।
সতীর মৃত্যুর
সংবাদ পেয়ে ক্রুদ্ধ মহাদেব নিজের জটা ছিন্ন করলে,
বীরভদ্র জন্মলাভ করেন।
পরে বীরভদ্র দক্ষের যজ্ঞ পণ্ড করে মুণ্ডুচ্ছেদ করেন।
কিন্তু অন্যান্য দেবতাদের বাধার মুখে
বীরভদ্র
যজ্ঞপণ্ড সম্পন্ন করতে না পারায়, মহদেব স্বয়ং যজ্ঞস্থলে আসেন। এই সময়
মার্তণ্ডরূপী সূর্য তাঁকে বাধা দিলে, মহাদেব চপেটাঘাতে, সূর্যের দাঁত ফেলে দেন।
এইভাবে সূর্যের দন্ত উৎপাটিত হওয়ায়, তার নাম হয় অদন্ত বা অজম্ভ
[কালিকাপুরাণ]
সমার্থক শব্দাবলি:
অজম্ভ, অদন্ত।
সমনাম: দেখুন
সূর্য (অভিধান)
পদ:
বিশেষণ
অর্থ:
দন্ত নাই এমন।
সমার্থক শব্দাবলি:
অজম্ভ, অদন্ত, দন্তবিহীন, দন্তহীন।