অকথ্যকথন
বানান বিশ্লেষণ:অ+ক্+অ+থ্+য্+অ+ক্+অ+থ্+অ+ন্+অ
উচ্চারণ:
ɔ.kot̪.t̪ʰo.kɔ.t̪ʰon [অ.কোত্‌.থো.ক.থোন্]
শব্দ-উৎস: সংস্কৃত অকথ্যকথন >বাংলা অকথ্যকথন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| বচন | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা}
অর্থ:
১. যে কথ্য শালীনতাবোধে প্রকাশ্যে বলার যোগ্য নয়, এমন।
ইংরেজি:
unspeakable speech
২. অনির্বচনীয় বিষয় বর্ণনা করা, অবর্ণনীয় বিষয় বর্ণনা করা।