পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {|
সততা |
ন্যায়পরাণয়তা |
নৈতিকতা
|
বৈশিষ্ট্য-গুণ |
সত্তাগুণ
| বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ: যা কৈতব বা মিথ্যা নয়। যার দ্বারা বঞ্চনা বা প্রতারণ প্রকাশ পায় না।
সমার্থক শব্দাবলি:
অকপটতা, অকাপট্য,
অকুটিলতা,
অকুটিলত্ব,
অকৈতব,
অকৌটিল্য,
অক্রূরতা,
অচাতুরী, অচাতুর্য, অমায়িকতা, সরলচিত্ততা, সরলতা, সারল্য।
ইংরেজি:
candor, candour, candidness, frankness,
directness, forthrightness
বিপরীতার্থক শব্দ
সূত্র: