অকৌটিল্য
বানান্ বিশ্লেষণ: অ-ক্+ঔ+ট্+ই+ল্+য্+অ
উচ্চারণ:
ɔ.kou.ʈil.lo [অ.কৌ.টিল্.লো্]
শব্দ-উৎস: সংস্কৃত অকৌটিল্য> বাংলা অকৌটিল্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| সততা | ন্যায়পরাণয়তা | নৈতিকতা | বৈশিষ্ট্য-গুণ | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: সততার বিচারে যা অকপট বা সরল। অর্থাৎ যার ভিতরে কৌটিল্য নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকপটতা, অকাপট্য, অকুটিলতা, অকুটিলত্ব, অকৈতব, অকৌটিল্য, অক্রূরতা, অচাতুরী, অচাতুর্য, অমায়িকতা, সরলচিত্ততা, সরলতা, সারল্য।
ইংরেজি: candor, candour, candidness, frankness, directness, forthrightness