অর্থবিজ্ঞান
বানান বিশ্লেষণ: অ+র্+থ্+অ-ব্+ই+জ্+ঞ্+আ+ন্+অ
উচ্চারণ:
ɔrt̪.t̪ʰo.big.gãn [অর্‌ত্.থো.বিগ্.গ্যাঁন্)
শব্দ-উৎস: সংস্কৃত অর্থ+বিজ্ঞান> বাংলা অর্থবিজ্ঞান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অর্থ বিষয়ক বিজ্ঞান/ মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা {অর্থবিজ্ঞান | ভাষাতত্ত্ব | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: ভাষার অর্থ বিষয়ক বিজ্ঞান
সমার্থক শব্দাবলি: অর্থতত্ত্ব, অর্থবিজ্ঞান, অর্থবিদ্যা

সূত্র :