অর্থতত্ত্ব
বানান বিশ্লেষণ: অ+র্+থ্+অ-ত+অ+ত্+ত্+অ
উচ্চারণ: ɔrt̪.t̪ʰo. t̪ɔt̪.t̪o
[অর্ত্.থো.তৎ. তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
অর্থ+
তত্ত্ব>
বাংলা
অর্থতত্ত্ব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অর্থ বিষয়ক
তত্ত্ব/
মধ্যপদলোপী কর্মধারয়
সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{অর্থতত্ত্ব |
ভাষাতত্ত্ব |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ: ভাষার অর্থ বিষয়ক তত্ত্ব। যে বিদ্যা মানুষের চাহিদা, সম্পদ, উৎপাদন, বণ্টন এবং ব্যবহার নিয়ন্ত্রণ ও বিশ্লেষণ করে।
(Microeconomics)
মহাঅর্থনীতি
(Macroeconomics)
অর্থনৈতিক নীতি
(Economic Policy)
আন্তর্জাতিক অর্থনীতি
(International Economics)
জনসংখ্যা অর্থনীতি
(Population
Economics)
অংশবাচক:
(Financial Institutions)
বাজার/বাজার ব্যবস্থা
(Market / Market System)
করনীতি (Taxation System)
উৎপাদন ও বণ্টন ব্যবস্থা
(Production & Distribution Mechanism)
পুঁজিপত্র / বন্ড / ব্যাংকিং
(Capital Instruments / Banking)
সমগ্রবাচক:
(Society)
রাষ্ট্র
(State / Nation)
বিশ্ব অর্থনীতি
(Global Economy / World Economy)
অর্থনৈতিক ব্যবস্থা
(Economic System)
[দেখুন: অর্থবিজ্ঞান (বিশ্বকোষ)
সূত্র :
বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
শব্দবোধ অভিধানন। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1