আকাশ
বানান বিশ্লেষণ : আ+ক্+আ+শ্+অ
শব্দ-উৎস: সংস্কৃত আকাশ> প্রাচীন বাংলা অকাশ, আকাস>আধুনিক ভ বাংলা আকাশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:আ- কাশ্ (প্রকাশ) + অ (ঘঞ্), অধিকরণবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { বায়ুমণ্ডল | গ্যাস | প্রবাহী | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: যা বিস্তারিতভাবে প্রকাশমান, এই অর্থে আকাশ।
সমার্থক শব্দাবলি:
আকাশ, , গগন, দ্যু, নভ, নভঃ।
ইংরেজি:
sky

সূত্র: