আকাশ
বানান বিশ্লেষণ : আ+ক্+আ+শ্+অ
শব্দ-উৎস:
সংস্কৃত আকাশ>
প্রাচীন
বাংলা
অকাশ, আকাস>আধুনিক ভ
বাংলা
আকাশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:আ-
কাশ্ (প্রকাশ)
+
অ (ঘঞ্),
অধিকরণবাচ্য।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
বায়ুমণ্ডল
|
গ্যাস |
প্রবাহী |
বস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
অর্থ: যা বিস্তারিতভাবে প্রকাশমান,
এই অর্থে আকাশ।
সমার্থক শব্দাবলি:
আকাশ, খ,
গগন,
দ্যু, নভ, নভঃ।
ইংরেজি:
sky
-
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
ফিটেলি অন্ধারি রে আকাস (অকাশ) ফুলিল
[তথ্য]
[শবরপাদানাম
।পদ সংখ্যা ৫০]
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- চর্যাগীতি
পদাবলী , সুকুমার
সেন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা
১৯৯৫
-
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ
আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
-
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক।
পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯।
-
চর্যাগীতি পরিক্রমা। দে'জ সংস্করণ।
জানুয়ারি ২০০৫।
-
চর্যাগীতিকোষ। নীলরতন সেন সম্পাদিত।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র
১৪০৯/এপ্রিল ২০০৩।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র।
দোলযাত্রা ১৩৯৭।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান। আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল
চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান । সুবলচন্দ্র
মিত্র।
- হাজার বছরের
পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা , হরপ্রসাদ
শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩