দ্যু
বানান বিশ্লেষণ:দ্+য্+উ
উচ্চারণ :
d̪ u (দু)।
শব্দ-উৎস:
সংস্কৃত দ্যু> বাংলা দ্যু ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দিব্ (ক্রীড়া করা) + ক্বিপ্ (০), কর্তৃবাচ্য
পদ:
বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { সময়-একক | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: পৃথিবী তার নিজ অক্ষের উপর একটি আবর্তন শেষ করতে যে সময় নেয়। এই সময় একক ২৪ ঘণ্টার সমতুল্য, যা পৃথিবীর বিচারে দিন হিসাবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি:
অংশক, অহঃ, অহ, দিন, দিব, দিবস, দিবা, দ্যু, বার, বাসর, রোজ
ইংরেজি:
day, twenty-four hours, twenty-four hour period, 24-hour interval, solar day, mean solar day

২. ঊর্ধ্বক্রমবাচকতা { বায়ুমণ্ডল | গ্যাস | প্রবাহী | বস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে, দেবতাদের ক্রীড়ার স্থান, এই অর্থে আকাশের অপর নাম দ্যু। সমার্থক শব্দাবলি: আকাশ, , গগন, দ্যু।
যুক্তশব্দ: