দেব
বানান বিশ্লেষণ : দ্+এ+ব্+অ
উচ্চারণ:
d̪eb
(দেব্)
শব্দ-উৎস:
সংস্কৃত দেব>
বাংলা দেব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
দিব্ (দীপ্ত হওয়া)
+
অ (অচ্),
কর্তৃবাচ্য}
পদ:
বিশেষ্য
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{পুরুষ দৈবসত্তা |
দৈবসত্তা |
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ: বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনি অনুসারে দৈবসত্তা হলো- জ্যোতির্ময়,
অমর, অলৌকিক ক্ষমতার অধিকারী এমন একটি প্রজাতি বিশেষ। যাঁরা জীব ও জড়জগতের
প্রাকৃতিক কার্যকলাপ এবং ইহলোক ও পরলোকের ভাগ্যের নিয়ন্ত্রক −এমন বিশ্বাস
করা হয়। দেবতায় বিশ্বাসী জনগোষ্ঠীভেদে−এদের সংখ্যার তারতম্য লক্ষ্য করা
যায়। বিভিন্ন সমাজে যত বিষয়ের নিয়ন্ত্রক হিসাবে দেবতা কল্পনা বা বিশ্বাস
করে−তার উপর দেবতার সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে। এদের ভিতরে নারী-পুরুষে
পার্থক্য আছে এবং জৈবিক বা অলৌকিক পদ্ধতিতে সন্তানের জন্মদানের ক্ষমতা আছে।
এরা মানুষের কাছে পূজা এবং সম্মান প্রত্যাশা করে থাকে।
সমার্থক শব্দাবলি:
ঈশ্বর দেব,
দেবতা,
দৈবসত্তা,
সুর।
বিপরীতার্থক শব্দ:
দেবী।
[স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি: deity, divinity,
god, immortal
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ৩৪০
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা:
১২২৯
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ
২০০৫। পৃষ্ঠা:
৬২১
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা:
১০৯৮
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র।
দোলযাত্রা ১৩৯৭। পৃষ্ঠা:
৪৬৯
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
কলিকাতা। পৃষ্ঠা:
৪৭৯
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক
সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা:
৪২৩
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা:
৪৫৯
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা:
৪৬৪
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০। পৃষ্ঠা:
২৮৪
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: ৬৮৬
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা:
৪২০
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি,
হুগলী। ১৪০৮। পৃষ্ঠা:
২২১
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার।
১২৯৫। পৃষ্ঠা:
৮৪৬
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা:
৬৭৮
wordnet 2.1