দনুজ
বানান বিশ্লেষণ: দ্+অ+ন্+উ+জ্+অ
উচ্চারণ:
d̪o.nuɟ (দো.নুজ্)
শব্দ-উৎস: সংস্কৃত  দনুজ> বাংলা দনুজ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দনু হইতে জ (জাত)/উপপদ তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু বৈদিক ও পৌরাণিক চরিত্র। দনু থেকে জন্ম এই অর্থে দনুজ।
সমার্থক শব্দাবলি: দনুজ, দনুপুত্র, দনুসুত, দানব
[বিস্তারিত: দনু  বিশ্বকোষ]

সূত্র: