ং (অনুস্বার)

বর্ণ নাম: বঙ্গীয় শব্দকোষে 'অনুস্বর' শব্দটি 'অসাধু' হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এই বর্ণটি অনুস্বর হিসেবে প্রায় সকল অভিধান গৃহীত হয়েছে।
বর্ণ নামের উচ্চারণ:
অনুশ্.শার্
[ɔnuʄ.ʄar]
বর্ণ নামে
বানান বিশ্লেষণ: অনুস্বার= অ+ন্‌+উ+স্+ব্+আ+র্+অ।
শব্দ-উৎস: সংস্কৃত অনুস্বার> বাংলা অনুস্বার
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পরাশ্রয়ী | বাংলা বর্ণ | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ| বিমূর্তন | বিমূর্ত-সত্ত্বা | সত্তা}

বর্ণের উচ্চারণ ও ব্যবহার:


সূত্র: