সীমন্তিনী
বানান বিশ্লেষণ : স্+ঈ+ম্+অ+ন্+ত্+ই+ন্+ঈ।

উচ্চারণ: ʃi.mon.t̪i.ni (শি.মোন্.তি.নি)

সী =শি (ঈকারযুক্ত স্ ধ্বনি বাংলাতে শি উচ্চারিত হয়)
মন্তিনী =মোন্‌.তি.নি (ম-এর পরবর্তী ধ্বনিতে ইকার থাকায় তা মো ধ্বন
ি উৎপন্ন করে। ন্.ত ধ্বনির ন্ ধ্বনি পূর্বের মো-র সাথে যুক্ত হয়ে একাক্ষর মোন্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট ত ধ্বনি ওকারন্ত হয়। নী ধ্বনি একাক্ষর নি ধ্বনি হিসেবে উচ্চারিত হয়।)

শব্দ-উৎস: सीमन्तिनी (সীমন্তিনী)>বাংলা সীমন্তিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সীমন্ত {সীমার অন্ত/
ষষ্ঠী তৎপুরুষ সমাস} + ইন্ (ইনি)=সীমন্তিন্ + ঈ (ঙীপ্)। স্ত্রীলিঙ্গ।
 

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা

{| নারী-ব্যক্তিসত্তা | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
{
| বৈবাহিক সঙ্গী | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ:
নৃজাতির স্ত্রীসত্তা যিনি বৈবাহিক সূত্রে দাম্পত্য জীবনে পুরুষের অংশভাগী। হিন্দু ধর্মমতে- বিবাহিতা নারীরা সীমন্ত সিঁদুর দ্বারা রঞ্জিত করে। এই অর্থে- বিবাহিতা নারীর সমার্থক শব্দ সীমন্তিনী।
সমার্থক শব্দাবলি: অওরত,
অওরৎ, অঙ্গন,  আউরত, আওরত, আওরৎ, কলত্র, জানানা, জানি, জায়া, জেনানা, পত্নী, বউ, বধূ, বহু, বামা,  বৌ, ভার্যা, সহধর্মচারিণী, সহধর্মিণী, সীমন্তিনী, স্ত্রী

ইংরেজি : wife, married woman