তুরগী
বানান বিশ্লেষণ: ত্+উ+র্+অ+গ্+ঈ
উচ্চারণ:
t̪u.ro.gi
(তু.রো.গি)
শব্দ-উৎস:
সংস্কৃত তুরগী>
বাংলা তুরগী
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: তুর্ (শীঘ্র)-
√
গম্ (গমন করা) +
অ (ড),
কর্তৃবাচ্য+ঈ
তুর (দ্রুত) গমন করে যে/উপপদ তৎপুরুষ সমাস+ঈ
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ইকুইন ।
অসমসংখ্যক খুরযুক্ত স্তন্যপায়ী|
খুরযুক্ত স্তন্যপায়ী|
অমরাযুক্ত স্তন্যপায়ী |
স্তন্যপায়ী |
মেরুদণ্ডী |
কর্ডেট |
প্রাণী |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
পুংলিঙ্গ:
তুরগ
অর্থ: দ্রুত গমন করে- এই অর্থে তুরগ। স্ত্রী-ঘোড়া
সমার্থক
শব্দাবলি: অশ্বী,
ঘোটকী, তুরগী,
তুরঙ্গমী,
তুরঙ্গিণী,
তুরঙ্গী,
বাজিনী,
হয়ী,
হ্রেষিণী
ইংরেজি:
horse
।
বৈজ্ঞানিক নাম:
Equus caballus
[দেখুন:
অশ্ব [প্রাণীবিদ্যা]
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও দ্বিতীয়
খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।
শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।