|
বাইভালভিয়া
Bivalvia
প্রাণিরাজ্যের
মোলাস্কা
পর্বের একটি শ্রেণি বিশেষ।
ল্যাটিন
bi
(দ্বি) + valve
(ভাঁজকৃত দরজা)। সব মিলিয়ে এর অর্থ দাঁড়ায়-
দ্বিভাঁজকৃত দরজা। এদের দেহরক্ষাকারী শক্ত পাত রয়েছে দুটি। এই দুটি পাতের
প্রান্তদেশ কব্জার মতো আটকে থাকে। ফলে এরা এই পাতদুটো বন্ধ ও খুলতে পারে। এই
শ্রেণির এরূপ বৈশিষ্ট্য দেখে-
১৭৫৮ খ্রিষ্টাব্দে এরূপ
নামকরণ করেছিলেন লিনিয়াস।
৫০
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই
শ্রেণিটির উদ্ভব হয়েছিল। ক্রমবিবর্তনের ধারায় এদের দেহের
প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছিল কপাটযুক্ত শক্ত দরজা। এদের পূর্ণাঙ্গ দশার
প্রজাতিরা বর্তমান কালের ঝিনুকে পরিণত হয়েছে।
কপাটযুক্ত শক্ত দরজার আড়ালে থাকার কারণে এদের পৃথকভাবে
মাথার বিকাশ ঘটে নি।
আবার
অন্যান্য মোলাস্কা পর্বের প্রাণিকূলের মতো খাদ্য গ্রহণের জন্য কোনো
বিশেষ
অঙ্গ নেই।
এদের নরম দেহ দুটি খোলকের আবরণে আবৃত থাকে। এদের দেহে পৃথক মাথা হিসেবে কোনো অংশকে চিহ্নিত করা যায় না। সাধারণত অন্যান্য মোলাস্কা পর্বের প্রাণিকূলের মতো খাদ্য গ্রহণের জন্য কোনো অঙ্গ নেই।
এই শ্রেণির আদিম
প্রজাতিগুলোর বাসস্থান ছিল
সামুদ্রিক লোনা জল। এদের কিছু অংশ নদীমোহনায় বসবাস করার
সুত্রে অল্প লবণাক্ত পরিবেশে অভ্যস্থ হয়ে উঠেছিল। কালক্রমে এদের একটি অংশ নদীর
স্রোতের উজান ঠেলে স্বাদুপানিতে থাকার অভ্যাস গড়ে তুলেছিল। নদীর প্লাবনের সময়
দীর্ঘসময় জলপ্লাবিত ভূমিতে এরা চলে এসেছিল। প্লাবন শেষে এদের বিরাট অংশ মারা গেলেও
বহু সদস্য খালে-বিলে আশ্রয় লাভ করতে সক্ষম হয়েছিল।
৫০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই শ্রেণিটি দুটি উপশ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপশ্রেণিগুলো হলো-
তথ্য :
বাংলা একাডেমী বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১