|
বুর্সোভাগিনোইডিয়া
Bursovaginoidea
প্রাণিজগতের
ন্যাথিফেরা
নামক থাকের অন্তর্গত
একটি বর্গ বিশেষ।
আকারের দিক থেকে এরা প্রায়
আণুবীক্ষিক। তবে
ন্যাথিফেরা
পর্বের অন্তর্গত
ফিলোস্পের্মোইডিয়া
বর্গের প্রজাতির
চেয়ে অপেক্ষাকৃত কম লম্বা।
ক্রমবিবর্তনের ধারা
৫৪.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে ন্যাথিফেরা থাকের আদিম প্রজাতিসমূহ তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- ন্যাথোস্টোমুলিডা, মাইক্রোন্যাথোজোয়া (Micrognathozoa), সিন্ডের্মাটা/রোটিফেরা (Syndermata (Rotifera)), ও চিটোগ্ন্যাথা।
কালক্রমে ন্যাথোস্টোমুলিডা পর্বটি দুটি বর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই বর্গ দুটি হলো- ফিলোস্পের্মোইডিয়া এবং বুর্সোভাগিনোইডিয়া। ফিলোস্পের্মোইডিয়া বর্গটি দুটি উপবর্গে বিভক্ত। এই দুটি উপবর্গের অধীনে রয়েছে ১০টি গোত্র, ২৪টি গণ। এ সকল গণের অধীনে রয়েছে প্রায় ৭৫টি প্রজাতি। নিচে এদের তালিকা দেওয়া হলো।
সূত্র :