|
মোনোপ্ল্যাকোফোরা
Monoplacophora।
গ্রিক শব্দ Monos
অর্থ One
তথা এক, Plax
অর্থ Plate
তথা প্লেট এবং Pherein
অর্থ Bearing
তথা বহনকাকারী।
প্রাণিরাজ্যের মোলাস্কা (Mollusca)
পর্বের একটি শ্রেণি বিশেষ।
এদের দেহ গোলাকার দেহ (Dome-shaped) এবং দ্বি-পার্শ্বীয় প্রতিসম। দেহের অভ্যন্তরভাগ খণ্ডায়িত (Metamerism)। এদের হৃদপিণ্ড দুই জোড়া অরিকল (Auricle) এবং একটি ভেন্ট্রিকল (Ventricle) নিয়ে গঠিত। রেচনাঙ্গ ছয় জোড়া নেফ্রিডিয়া (Nephridia)।
এদের পৃষ্ঠদেশ একটি খণ্ডবিশিষ্ট শক্ত খোলস দ্বারা আবৃত। এই খোলসে বৃদ্ধি রেখা লক্ষ্য করা যায়। শ্বসনের কাজে পাঁচ জোড়া ফুলকা ব্যবহৃত হয়। এই গণের একমাত্র গণ neopilina জীবিত আছে । এর সকল প্রজাতিই সামুদ্রিক। আগে ধারণা ছিল যে, এই শ্রেণির সকল প্রজাতিই বিলুপ্ত হয়ে গেছে। ১৯৫০ খ্রিষ্টাব্দে কোস্টারিকার নিকটবর্তী গভীর সমুদ্রে এর জীবিত প্রজাতি Neopilina galatheae-র সন্ধান পাওয়া গেছে। এরা সমুদ্রের গভীরতলে শীতল পরিবেশে বসবাস করে।
প্রায় ৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে মোলাস্কা পর্ব থেকে এই শ্রেণিটির উদ্ভব হয়েছিল।
তথ্য :
বাংলা একাডেমী
বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১