|
পোলিপ্লাকোফোরা
Polyplacophora
মোলাস্কা পর্বের একটি শ্রেণি। গ্রিক
polys,
(বহু) +plax
(পাত)+
phora
(বাহী)। সব মিলিয়ে এর অর্থ দাঁড়ায়- বহুপাতবাহী।
মূলত এদের দেহ পৃথক পৃথক ৮টি
শক্ত অস্থিময় পাত দ্বারা আবৃত থাকে। এই কারণে, ১৮১৬ খ্রিষ্টাব্দে
Blainville
এর নামকরণ করেছিলেন।
এই পাতগুলোর একটি প্রান্ত অন্য পাতের সামান্য অংশকে আবৃত করে রাখে। ফলে এই পাতগুলোর
ভিতরে এদের নরম দেহ সুরক্ষিত থাকে।
দেহভাগ লম্বাটে এবং উপর নিচে চাপা অবস্থায় দেখা যায়। চলাচলের জন্য এদের পা আছে।
শ্বাসক্রিয়ার জন্য ফুলকা রয়েছে।
প্রায় ৪১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
মোলাস্কা
পর্ব থেকে
এই শ্রেণির উদ্ভব হয়েছিল। এরপর এই শ্রেণিটি ৩টি ভাগে বিভাজিত হয়ে
যায়। এই ভাগ দুটি হলো-
প্যালিয়োলোরিকাটা উপশ্রেণি
নিয়োলোরিকাটা উপশ্রেণি
চিটোনিডা বর্গ
তথ্য :
https://en.wikipedia.org/wiki/Aplacophora
https://ferrebeekeeper.wordpress.com/tag/aplacophora/
http://www.whoi.edu/science/B/aplacophora/