সাপিন্ডেলেস
Sapindales
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান্টে রাজ্যের একটি বর্গ বিশেষ।

৯.৮-৮.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে মালভিড্‌স থেকে উদ্ভব হয়েছিল এই বর্গের উদ্ভিদ। এই বর্গ থেকে উদ্ভব হয়েছিল আম, লিচু, লেবু, নিম, মেহগিনি-র মতো উদ্ভিদ। 

এই বর্গের উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য
এই বর্গের অন্তর্ভুক্ত উদ্ভিদগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়:

ক্রমবিবর্তন
মালভিড্‌স থাকের উদ্ভব হয়েছিল ৯.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। ৯.৫ থেকে ৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাক থেকে উদ্ভব হয়েছিল ৯টি গোত্র। এগুলো হলো-
১. সাপিন্ডাস গোত্র: আবির্ভাবকাল ৯.৫ থেকে ৮.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।  লিচু, লটকন, ম্যাপল এবং রিঠা এই গোত্রের প্রধান উদ্ভিদ।
২. রুটাসি গোত্র: আবির্ভাবকাল ৯ থেকে ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। লেবু, কমলা এবং বাতাবি লেবু এই গোত্রের অন্তর্ভুক্ত।
৩. সিমারুবাসি। আবির্ভাবকাল ৯ থেকে ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ঘোড়া নিম বা কোয়ানিয়া এই গোত্রের উদ্ভিদ।
৪.মেলিয়াসি গোত্র। আবির্ভাবকাল ৯ থেকে ৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। নিম এবং মেহগনি এই গোত্রের পরিচিত গাছ
৫. নাইট্রারিয়াসি । মরুভূমি অঞ্চলের লোনা মাটির উদ্ভিদ।
৬. বারসারাসি গোত্র। আবির্ভাবকাল ৮.৫ থেকে ৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ধূপ ও লোবান তৈরির গাছগুলো এই গোত্রের।
৭. অ্যানাকার্ডিয়াসি গোত্র: আবির্ভাবকাল ৮ থেকে ৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আম, কাজুবাদাম ও আমড়া এই গোত্রের অন্তর্ভুক্ত।
৮. বিবারস্টিনিয়াসি । আবির্ভাবকাল ৫ থেকে ৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এগুলো মূলত মধ্য এশিয়ার ভেষজ উদ্ভিদ।