স্ক্যাফোপোডা
Scaphopoda

মোলাস্কা পর্বের একটি শ্রেণি। ১৮৬২ খ্রিষ্টাব্দে
Bronn এর নামকরণ করেছিলেন। প্রাচীন গ্রিক σκᾰ́φης (skáphē) নৌকা এবং πούς (poús) পদ, এই দুটি শব্দের সমন্বয়ে এই শ্রেণিতর নামকরণ করা হয়েছে। আবার এর দেহের খোলক গজদন্তের মতো দেখায় এই কারণে এই শ্রেণির প্রজাতিগুলোকে গজদন্তী খোলক বা দন্তখোলক বলা হয়। এদের নরম দেহ একটি লম্বা খোলকের ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে।

প্রায় ৩৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে মোলাস্কা পর্ব থেকে এই শ্রেণির উদ্ভব হয়েছিল। ৩৫ থেকে ৩৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে শ্রেণিটি ২টি বর্গে বিভাজিত হয়ে যায়। এই বর্গ দুটি হলো-


তথ্য :
https://en.wikipedia.org/wiki/Aplacophora
https://ferrebeekeeper.wordpress.com/tag/aplacophora/

http://www.whoi.edu/science/B/aplacophora/